কবিতা- জলতরঙ্গ

জলতরঙ্গ
-মানিক দাক্ষিত

 

 

লোভটা যখন মাথায় চড়ে বারেবারে
আসে নানান সাজে,
ঠিক তখুনি বুকে আমার সাতটা সুরে
জলতরঙ্গ বাজে।

 

বদমেজাজী মনটা যখন সুখের তরে
আপন স্বার্থ খোঁজে,
ঠিক তখুনি বুকে আমার সাতটা সুরে
জলতরঙ্গ বাজে।

 

যখন লাজ লজ্জার মাথা খেয়ে লজ্জাগুলো
মুখ ঢাকে না লাজে,
ঠিক তখুনি বুকে আমার সাতটা সুরে
জলতরঙ্গ বাজে।

 

বুঝতে পারি ‘আমার আমি’ আছে বেঁচে
যায়নি আজও মরে,
তাইতো বাজে জলতরঙ্গ বুকের মাঝে
সাত সাতটা সুরে।

Loading

5 thoughts on “কবিতা- জলতরঙ্গ

  1. আন্তরিক অশেষ ধন্যবাদ প্রিয় সাহিত্য পরিবারকে।
    পরিবারের অগ্রগতি থাকুক অব্যাহত।

  2. ‘আমার আমি’ টা বোধ হয় আর গেল না,
    সর্বনাশের শেষও আর পিছু ছাড়ে না।

    বেশ লাগলো ভাই।

Leave A Comment