কবিতা

কবিতা- যাঁতাকল

যাঁতাকল
-সঞ্জিত মণ্ডল

 

 

যাঁতাকল হলো এমন-ই একটা কল চিরকাল আছে
দুঃস্থ মানুষ আর চাল ডাল পিষ্ট যে হয় তাতে।
যাঁতাকলে পেষা হয় চাল গম মানুষ ও পিষ্ট তাতে
স্বামী রা স্ত্রী’কে স্ত্রী-রাও স্বামীকে যাঁতাকলে পিষে থাকে।
যেখানে দেখবে উঁচু নীচু ভেদ যাঁতাকল সেথা আছে
এ ওকে পিষছে সে তাকে পিষছে যে যেমন বাগে পাবে।
আগেও ছিলো যা পরেও থাকবে যাঁতাকল বলে কথা
পেষাই যাদের পেশা তারা জানে যাঁতাকল রূপকথা।
মহিমা বাড়াতে উঁচু নীচু সব যাঁতাকল ধামা ধরে
যাঁতাকল তুমি যুগযুগ জিও শোষণের হাত ধরে।
জানিনা কে তাকে এনেছিল ভবে দারুণ এই যাঁতাকল
যন্ত্র নয়কো যন্ত্রণা দেয় ভেঙে গুঁড়ো করা কল।
ঠাকুমা ঘোরায় আমিও ঘোরাই খেসারি ও মুগ ভাঙি
সাবেকিয়ানা লেখা ছিলো তাতে গৃহস্থ বাড়িতে জানি।
গ্রাম গঞ্জেতে এখনো দেখতে পাওয়া যায় আজকাল
মানুষ নয়কো সে যাঁতায় পেষা যায় শুধু চাল ডাল।

48 total views , 1 views today

2 Comments

  • Sanjit Mandal

    আন্তরিক ধন্যবাদ ও অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুরা, আলাপী মনের সকল সদস্য বন্ধুদের জানাই অন্তহীন অভিনন্দন

  • Anonymous

    যাঁতাকলে পড়ে আছি আমরা সবাই,
    সেখান থেকে বেরোবার কোন উপায় নাই।

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>