কবিতা- পাশায় পাষাণ

পাশায় পাষাণ
-রীণা চ্যাটার্জী

সুখ, অ-সুখের দন্ডি পেরিয়ে,
সীমন্তনীর সীমিত সম্ভারে
ইচ্ছেরা যেন অচ্ছুত হয়ে যায়..
অসহায় ভাবনার ডানা ছাঁটা হয়
দর্পের দন্ডিত শাসনভারে…
তোমার কোলে অভিশাপ ঘুমোয়
শত শতাব্দীর অন্ধকারে…
আরোপিত কলঙ্কের তিলক এঁকে
পাদস্পর্শের শর্তে মুক্তির প্রতীক্ষায়-
ত্রিলোকসুন্দরী অভিশপ্ত প্রস্তর বন্দিনী
তুমি, স্তব্ধ নীরবতা ঘেরা অলিন্দে।
কেন চেয়েছিলে মুক্তির ভিক্ষা?
ক্ষমা প্রার্থনা করজোরে!
তাই বা কেন? কেন অহল্যা?
পেয়েছিলে কি কাঙ্খিত মুক্তি?
একরাশ অপমানের কালো ধূমে
বোঝোনি অহল্যারা জন্মলগ্নের
পাশার ছকে পাষাণ হয়ে যায়,
অহল্যাদের পাষাণ হতে হয়…

Loading

Leave A Comment