কবিতা

কবিতা- আমাদের সেদিন

আমাদের সেদিন
-শিলাবৃষ্টি

 

 

মাগো আমার সরস্বতী!
লিখব তোমায় কিছু-
গোপন কথা লিখতে বসে
তাকিয়ে নিলাম পিছু।
গেছে চলে যেদিনগুলো
তুলনা তার নেই
অনেক কথা মনেও, তবু
হারিয়ে ফেলি খেই।
নিজের হাতে পূজো করা
ফুল চুরিতেই মজা,
কাগজ কেটে সাজিয়ে ফেলা
খুশির আমেজ খোঁজা।
যেইনা হলাম একটু বড়
বিদ্যালয়ের ভার…
উৎসাহ আর উদ্দীপনা
নেই উপমা তার।
সেই কটা দিন মুক্তি ছিল
উধাও বাধা ধরা
হলুদ শাড়ী , ছোট্ট টিপে
মনটা কেমন করা।
পাশের স্কুলের আসত ছেলে
আড় চোখে যেই চাওয়া
কেমন যেন ভালো লাগা
অল্প খুশি হওয়া।
সংস্কৃতি আর পূজন ভোজন
ভালোবাসায় উজাড়…
খিঁচুড়ি আর বাঁধাকপি
মিষ্টি কয়েক ভাঁড়।
স্কুলে স্কুলে চলতো লড়াই
কাদের ঠাকুর ভালো!
বিসর্জনে বাস ভর্ত্তি
হাজার রকম আলো।
আজও আছে ঠাকুর পুজো
আজও হলুদ শাড়ী,
বন্দনা আজ প্রতি পাড়ায়
বোধহয় প্রতি বাড়ি।
তবু কোথাও কমতি আছে
সেকাল একাল মিলে
ভালোবাসার বদলেছে রঙ
মনের গরমিলে।
পূজোর মজা অনেকটা ম্লান
মোবাইলের যুগে,
সবাই কেমন যন্ত্র মানব…
খেলছে অনুরাগে।
হারিয়ে গেছে সেদিন গুলো
হারিয়েছে সে মানুষ
বদলে গেছে প্রজন্ম সব
ছেলে খেলায় বেহুঁশ।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page