স্মৃতি
-রাখী চক্রবর্তী
হারিয়ে গেছে যে সব দিন
তা কি ফিরে পাওয়া যায়?
মায়ের বকুনি, বাবার শাসন
সেই সব দিন, মন ফিরে পেতে চায়।
লুকোচুরি খেলা, চু কিৎকিৎ, এক্কা দোক্কা
সহচরীদের সাথে পুতুলের বিয়ের কুটনো কোটা
ভোর হলেই গলা সাধার রেওয়াজ
এক ছুটেতে পুজো মণ্ডপ শুনলে ঢাকের আওয়াজ
স্মৃতি হাতড়ে বুঝি কত মূল্য ছিল সেই সময়টার।
ইস্কুলে পড়া ছিল ছিল গল্প গান
অল্প স্বল্প চাওয়া ছিল,ছিল না কোন অভিমান
চাঁদের বুড়ির গল্পগাঁথা, মনে পড়ে কত রুপকথা
ডুব সাঁতারে পুকুর পার
বাড়ি ফিরে মায়ের হাতের মার
স্মৃতি হাতড়ে বুঝি কত মূল্য ছিল সেই সময়টার।
বৈশেখ জোষ্ঠ্যতে আম পাড়ার ধুম
কাক ভোরে বুড়োর বাগানে চোখ ঘুম ঘুম
বাগদেবীর আরাধনায় ইস্কুলে যাওয়া
নতুন শাড়ি পড়ে এদিক ওদিক চাওয়া
আজও হয় শাড়ি পড়া আজও ঘোরাফেরা
তবুও স্মৃতি হাতড়ে বুঝি কত মূল্য ছিল সেই সময়টার।
ফাগুনের দোল উৎসবে আবিরে রাঙা মুখ
আয়নায় ফিরে ফিরে দেখা, সে ছিল এক অন্য সুখ
আজ দোলের দিনে মন খারাপের ঝুলি নিয়ে বসা
দেয় না তো কেউ আবির ছুড়ে
শুধু ফোনে চলে শুভেচ্ছা বার্তা
আর একবার যদি পেতাম
হারানো সেই সময়ের সেই দিন
হিসেব নিকেশে চুকিয়ে দিতাম
অবুঝ মনের স্মৃতির ঋণ।