কবিতা- বন্ধুর প্রতি

বন্ধুর প্রতি
-সুবিনয় হালদার

ভঙ্গ দেশে বঙ্গ অঙ্গনে
গৌর হয়েছে ভৃত্য,
সহসা এসে তমসা ঘনায়
লুটেরা লুটে-হরি নৃত্য!

ফায়দা ভেবে কায়দা মেরে
চুপিসারে যতই করো কৃত্য,
সবাই বোঝে সবই জানে
মুখ বুজে আজ আছে ওরা
সত্য সহ করছে কেবল সহ্য!

একটা ছেলে প্রতিবাদী
কথায় কথায় আওয়াজ তোলে,
একটা ছাত্র আশাবাদী
মিলবে বিচার-
সবাই মিলে সাথ দিলে।
একটা মূর্তি অন্ধকারে
পট্টি বাঁধা দুচোখে,
একটা শ্রেণী নিচ্ছে সুযোগ
দিনে-রাতে ক্ষমতা আর টাকার জোরে।

একটা আমি স্বপ্ন দেখে
লক্ষ নয়ন দৃপ্ত স্বর
মিলেমিশে একত্রিত,
তোমার আমার পদধ্বনি
উন্নতশির মুষ্টিবদ্ধ।
অন্ধকারের দুর্গ ভাঙো- সিংহাসন-
আলো জ্বালো- সূর্যকিরণ,
আমার মৃত্যু তোমার মৃত্যু
নিদ্রা থেকে জেগে উঠে
ভিক্ষাপাত্র সরিয়ে দেবে জনার্দন।

শক্তি প্রাণে ভক্তি নিয়ে
সোম করে ব্যক্ত-
লুটতরাজের স্বর্গরাজ্য ধ্বংস করে
বিবেক হোক উন্মুক্ত।

Loading

Leave A Comment