সমর্পণ
-পাপিয়া ঘোষ সিংহ
জীবন খাতার প্রতি পাতায় আঁকা আমার যে সব ছবি,
দেখিয়ে দিলাম খুলে তোমায়, গোপন যা কিছু সবই।
তুমিও আমায় বললে অনেক, ষোলো আনার জীবনকথা,
তবুও কোথায় আড়াল টেনে রাখলে কিছু দিয়ে ঢাকা।
সেই আড়ালেই আমার ক্ষত, কোথাও যেন অবহেলা,
উজাড় করা ভালোবাসায় আড়াল টানার এ কি খেলা?
বিশ্বাস আর ভরসা সাথে আপনাকে সমর্পণে,
তেমনভাবেই চাই তোমাকে, এই মনের খুব গহীনে।
সমর্পণ তো এমনই হয়,আড়াল কিছু যায় না টানা,
ভুলত্রুটি আর দোষগুণ, সবকিছুকেই সামনে আনা।
ঝগড়া-বিবাদ হোক তবে তা শক্ত করে প্রেমের বাঁধন,
মিথ্যা-গোপন থাকলে কিছু সেখানেতেই শুরু ভাঙন।
আমার-তোমার বাদ দিয়ে আজ দু’জনে জীবন আঁকি,
সত্য-খাঁটি দিয়ে গড়া থাকবে না তো কোনো ফাঁকি।