কবিতা

কবিতা- শিষ্টতা

শিষ্টতা
-শচীদুলাল পাল

 

 

ছিলো মানুষ বনে গুহায়
না ছিলো তার ঘর দোর,
আহার নিদ্রা মৈথুন মত্ত
জন্তু সম বর্বর।

কালক্রমে বিবর্তনে
শিখলো সে ব্যবহার,
যুক্ত হলো আচরণে
সৌজন্য শিষ্টাচার।

রুচিপূর্ণ সহৃদয়তা
বিবেক মনুষ্যত্ব,
আন্তরিকতা সাধুতায়
হলো ক্রমোন্নত।

হয়না অন্যের ক্ষোভের কারণ
আচরণে শিষ্ট,
হয়না কারো স্বার্থ বিঘ্ন
করেনা অনিষ্ট।

কথাবার্তা আচরণে
আছে কিছু নিয়ম,
দাও ছোটদের স্নেহ প্রীতি
বড়োদেরকে প্রণাম।

কথার মাঝে কথা বলা
নয়কো মোটে উচিৎ
নয়কো কথা বলা যখন
অনিচ্ছুক প্রথম সাক্ষাৎ।

হতে পারো জ্ঞানী তুমি,
বলার নাই দরকার
তোমার পরিচয় তোমার
দৃষ্টি কথা ব্যবহার।

হারিয়ে গেছে সেদিনের
ধৈর্য সহিষ্ণুতা,
এখন শুধু লালসা লোভ
আর স্বার্থপরতা।

সেবাধর্ম পরোপকার
প্রাণদান আজ বিলুপ্ত
দৈহিক প্রেমে দেহ মিলন
আজ নয়কো কুন্ঠিত।

পিতামাতা বয়োজ্যেষ্ঠ
শিক্ষকদের সম্মান,
হারিয়ে গেছে সৌজন্য
দেয়না তাদের মান।

হারিয়ে গেছে সদভাবনা
শ্রদ্ধা আর কোমল মন।
হারিয়ে গেছে জীবন থেকে
সঠিক আপনজন।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page