কবিতা

কবিতা- মনুষত্বই আসল ধর্ম

মনুষত্বই আসল ধর্ম
-গৌতম কুমার রায়

ধর্ম কি? ধর্মের সৃষ্টি কোথায় ও কবে?
শুধাও যদি শুধি জনে তোমরা সবে।
কেউ বলবে অমুক সালে, কেউ বলবে জানিনা
হিন্দু মুসলিম শিখ ইসাই আর কতো কি বলোনা।

মানুষে মানুষে ভেদাভেদ আর কতকাল চলবে!
ধর্মে ধর্মে হানাহানি মারামারি আর কতদিন করবে?
মারামারি হানাহানি করে কে বা কবে জিতেছে?
মানুষে মানুষে ভালোবাসাবাসির জয় রচিছে।

মানুষের মধ্যে যদি মনুষত্বই না জাগে
তবে মানব জনম কিসের লাগে।
মনুষত্বই আসল ধর্ম, হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি ফুল হয়ে ফুটুক
বেঁচে রবে তোমার কর্ম, ধর্মের ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।

Loading

Leave A Comment

You cannot copy content of this page