কবিতা

কবিতা- রাস্তা বদল

রাস্তা বদল
-সুনির্মল বসু

 

 

গভীর রাতে চাঁদ জানালার পাশে হেঁটে গেলে,
কারা যেন ধান জমিতে হাঁটে, দেবদারু বনে কারা যেন হেঁটে যায়, অতীত স্মৃতি নদীর জলে ভেসে যায়,
সব যেন পূর্বনির্ধারিত দৃশ্যপট,
কত ভুল পথে হেঁটে গেছি, গড়িয়াহাট মোড়ে যেদিন তুমি আমার ভালোবাসাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিলে, সত্যি কি সুখী হলে,
আমি জানি, বেড়ে চালাক পৃথিবীতে আমি ততটা মানানসই নই,
আজ কেন তোমার অহংকার মরা অজগর সাপের মতো রাজপথে পড়ে থাকে,
নিজেকে বুঝিয়েছি বহুভাবে বহুবার,
নিশিদিন আলোক শিখা জ্বালিয়ে নিজেকে জড়িয়েছি প্রাণ থেকে প্রাণে,
বুঝেছি আজ, জীবনে বেঁচে থাকার মানে,
এ আলোতে তোমার আলো কখন গেছে নিভে,
সেদিনের গড়িয়াহাট মোড়ের কান্না আজ আর আমাকে কাঁদায় না,
হাজার মনের সঙ্গে জড়িয়ে ফেলেছি মন,
সারি সারি শিশু মুখ আমাকে বাঁচায়,
আমি এখন সড়ক পথে চুরুট মুখে গ্রেগরী পেকের মতো তেরিয়া ভঙ্গিতে হেঁটে যেতে পারি,
আমি এখন সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত শাসন করতে পারি, শিশুদের ভালোবাসার জোরে,
তখন তোমার ভালোবাসার অভিনয়,
ছেঁড়া পর্দার মতো বাতাসে পত পত উড়ে যাবে,
পথের পাশে দাঁড়িয়ে সার্কাসের জোকারের মতো কেউ একজন বলবে,
ভালোবাসার মূল্য না বুঝলে, এই রাস্তায় হেঁটো না।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>