
কবিতা- জীবনের দলিল
জীবনের দলিল
-পায়েল সাহু
মনের এখন নিঃস্ব যাপন,শুন্যতায় বাস;
অঢেল কাজের মধ্যে ফাঁকির দীর্ঘশ্বাস।
চেনা মুখের ভিড়ের মাঝেও নিখোঁজ বিশ্বাস
নিঃস্পৃহ চোখের তারায় কেবল জমে অবিশ্বাস।
নিত্যদিনের অবসরে উঁকিঝুঁকি প্রিয় মুখের
শিউরে ওঠা বুকের মাঝে অপমানের পাথর
ঠিক ভুলের বিচার সভায় চোখের জলের আখর
দীর্ঘ জীবন শুন্য হয়েও ভালোলাগার বাসর।


3 Comments
Anonymous
Khub sundae
Anonymous
Khub sundar
পায়েল সাহু
ধন্যবাদ