
কবিতা- চৈতি বেলায়
চৈতি বেলায়
-অমল দাস
এই চৈতি বেলায় উড়ছে ও কি
শঙ্খচিল না চিলের মতো
কোনো পাখি ভাঙছে ডানা?
নেই ঠিকানা আমার মতো!
নেই ঠিকানার এই দুনিয়ায়
যত ছন্নছাড়া পথিক ঘোরে
বৃক্ষ বিমূঢ় উলঙ্গ পথ
ভর দুপুরে রৌদ্রে পোড়ে।
পুড়ছে পুড়ুক আজন্মকাল
একলা উঠোন ঘাসের নামে
নীল শাড়িতে মেঘ দেখি না
বৃষ্টি কি আর আসবে নেমে?
নামছে পারদ আরশি বেয়ে
আর্তনাদের সন্ধ্যা ঝরে
একটি পায়ের একলা শালিক
হারিয়ে যায় রোজ অন্ধকারে।


4 Comments
Anonymous
অসাধারণ
অমল দাস
ধন্যবাদ
Anonymous
খুব সুন্দর
অমল দাস
ধন্যবাদ