বর্ষ বরণ
-শিলাবৃষ্টি
বঙ্গের হল বর্ষপূর্তি
বিদায়ী সম্ভাষণে,
আকাশের আলো আজ বড় কালো
বিদায় সন্ধিক্ষণে।
এসো তুমি এসো আগামী বর্ষ
আশা আকাঙ্ক্ষা নিয়ে,
দু’হাত পেতেছি মনকে বেঁধেছি
প্রবোধ বাক্য দিয়ে।
যত কিছু আছে উজাড় করব
নতুন বর্ষ ‘পরে
বরণ করব আগমন ক্ষণে
শঙ্খ বাজবে ঘরে।
সংকট আজ চরম আকারে
সমাজের মুখোমুখি
মহুয়া, মলুয়া, কাজলরেখারা
নয়তো মোটেই সুখী।
লাঞ্ছিতা হয় বেহুলার দল,
কাঁদে দেখো ফুল্লরা
ভাটিয়ালি আর ভাটিয়ালি নেই
হয়েছে সর্বহারা।
বাউল কীর্তন হারাতে বসেছে
নিজস্ব স্বকীয়তা;
প্রভাব ফেলেছে সবার ওপরে-
মার্কিনী সভ্যতা।
চেতনায় আজ আশাবাদ রেখে
আবার আসব ফিরে…
নানান সুতোয় নকশিকাঁথারা
অনেক স্বপ্ন ঘিরে।
বর্ষপূর্তি বর্ষবরণে
ভরসাপূর্তি হোক,
আশা আর ভাষা থাক মোর সাথে
সকলের শুভ হোক।।
অসাধারণ লাগলো