
কবিতা- একলা দেশ
একলা দেশ
-পায়েল সাহু
রাত গভীর বৃষ্টি নামলে চাতকেরা কি সে গান শোনে?
মনের খামে জমে থাকা সব ভালোবাসারা বুঝি দিন গোনে?
নিশুতি রাতের গোপন আড়ালে মনেরা কি খোলস ছাড়ে?
রক্তস্নাত সাদা গোলাপের পাপড়িরা কি অকারণেই কোলাহল করে?
চৈতি হাওয়ায় ওড়া শুকনো পাতার সাধ যায় কি আঁকড়ে ধরার?
কালবৈশাখী কি ক্ষমতা রাখে সুখের ঘরের মন ওড়াবার?
সাঁঝের বেলা ফিরতি পথে দলছুট পাখি বাঁচে কি স্বাধীন জীবন?
বেনামী যত ভালবাসারা বয়ে বেড়ায় দুর্নামের গুপ্তধন?
অসীম আকাশ নীলচে কালোয় জন্ম দেয় তারার রাজার,
বিস্ময়ে মন আকুল হয়ে হাতড়ে বেড়ায় নীরব প্রাণের অন্ধকার।
পালতোলা কিছু দুঃখরাশি বয়ে চলে চোখের জলের নদীর ধারায়
এলোকেশী এক রাত্রি এসে আশ্রয় হয় লুকিয়ে থাকার।
পাওয়া না-পাওয়ার হিসেব ছেড়ে ভাবনারা সব গভীর ঘুমে,
পুড়ছে শুধু তপ্ত মন আর কন্ঠনালীর গিলতে চাওয়া দুঃখগুলো বিনাশ্রমে
দিনের আলোর শেষের আঁধার জন্ম দেয় একলা দেশের
আঁধার ঘরে অপেক্ষা আবার উদাসী হাওয়ার গল্প শেষের।


8 Comments
Anonymous
Bepok
পায়েল সাহু
ধন্যবাদ
Alakananda
কত প্রশ্ন, অনেক statements– খুব ভাল বুনন
পায়েল সাহু
প্রাপ্তি আমার
Jit Sah
খুব ভালো লাগলো।।
পায়েল সাহু
অনেক ধন্যবাদ
অমিতাভ
খুবই সুন্দর
পায়েল সাহু
অনেক ধন্যবাদ