
কবিতা- লুকোচুরি
লুকোচুরি
-চ্যাটার্জী অমল
প্রকাশ্যে তোমার প্রশংসায় পঞ্চমুখ ওরা
কারণ ওদের গুণের পদাবলীর প্রতিটি শব্দ বেশ
নিয়ম মেনে ঝোলে তোমার মন্দিরের দেয়ালে
ওরা জানে কাজটা তুমিই পারো বেশ নিখুঁত ভাবে।
হৃৎপিণ্ডের সুরেলা স্পন্দনের সাথে সহনে-দহনে
মিলিয়ে নিয়েছো ওদের সপরিবারে। উপাসনায় বুঁদ
হয়ে ভজনা করো ওদের নামগান, আবদার করলেই
অসামান্য হয়ে কবরীতে জড়িয়ে নাও ফুলের মালা।
সাবলীল ভাবে লোকজন জানে তুমি কারো সাতেও
নেই পাঁচেও নেই অথচ পর্দার আড়ালে কাঁঠালি কলা
হয়ে বিশেষ ঘটেই পূজো নাও।ভাবছো লোকজন
কত ন্যাকা কিছুই বোঝে না,আরে বাবা পড়শি বাড়ির
ভাজা মাছের গন্ধ শাক দিয়ে ঢাকা যায় না।
ভ্রমণের মেঠোবুকে বন্ধনহীন মুক্ত হাওয়ায়
উড়িয়ে দাও সত্যের পতাকা, হাওয়ার নির্যাসেই মিটুক
অভিমানী জনগণের অসীম তৃষ্ণা। বিশ্বাসটা
কড়াপাকের হলে নিষ্প্রদীপ ঘরেও জীবন বিণায়
সুর তোলে সম্পর্ক।


One Comment
Anonymous
চমৎকার লেখা