কবিতা

কবিতা- ভালোবাসার ফেরিওয়ালা

ভালোবাসার ফেরিওয়ালা
– রাণা চ্যাটার্জী

ছড়িয়ে ছিটিয়ে ভালোবাসার ফেরিওয়ালা,
ফেসবুক থেকে পরিচিত আনাচে কানাচে থিকথিকে ভিড়ে সর্বত্র  ঘাপটি মেরে…

ভা..লো…বা…সা..নেবে,.. ভা.. লো…..বা….সা..
….. খাঁটি  ভা… লো..বা….সা..চাই? এভাবেই ফেরিওয়ালার সুর বেঁধে অদৃশ্য আহ্বান…..
এ যেন অনেকটা ঘোলা জলে মাছ গেঁথে নেওয়ার প্রতিযোগিতায় নামা মুখোশ প্রলেপে সম্মানীয়!

সত্যিই তো সম্মানীয়!..যে ভালো গুণাবলী দেখে সমাজ তাঁকে দিয়েছে যাবতীয় সম্মান সেটাই অস্ত্র করে বোঁড়শি হাতে “ব্রহ্মা জানে আসল কম্ম টি..”

মেকী পসারে চোখ ধাঁধায় জানি..
ঝাঁক বেঁধে আসা রমণীয় মাছের দল, ষষ্ঠ ইন্দ্রিয়ে উপলব্ধি করেও কিভাবে অন্যদের প্রভাবিত করতে পারে দুচার মৎস কন্যা…
জড়িয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি অতলে তবু আঁকড়ে ধরে ভেসে ওঠার আপ্রাণ চেষ্টায় রত মধ্যমনিরা লম্পট সম্মানীয়দের সাহায্যে এগিয়ে…
ছি ধিক্কার, জাল বিছানো ক্ষমতা ভোগ করার লোভীদের…এভাবে সাঁকো হয়ে কাজ করার থেকে টেনে খুলে দিন মুখোশ, ভদ্রবেশী সম্মানীয়দের,
নইলে নিজেদের স্বরূপ প্রকাশ পেয়ে
পরিচিতদের সহানুভূতিটুকু থেকেও বঞ্চিত হবেন,
পরে থাকবে তাচ্ছিল্য,
ততক্ষনে ভালোবাসার ফেরি ওয়ালা অন্য পাড়ায় অন্য খদ্দেরের খোঁজে
ভা.. লো…বা…সা…চাই….ভা… লো…বা..সা…
খাঁটি ভা… লো…বা…সা….

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>