সময় পেলে
-গৌতম কুমার রায়
সময় পেলে দেখে যেও এই মোর কামনা
ভুলে গেছো আমায়, মনে কি আর পড়ে না।
তোমার রূপ, হরিণ চোখ করেছিল আমায় হরণ।
সময় সব পাল্টে দেয় তুমি তার উদাহরণ।
কতো সময় কাটাতে তুমি আমার সাথে একলা
তোমার আকাশ নীল পরী আমার আকাশ মেঘলা।
সময় সময় ভাবি বসে সময় আর কাটে না
একলা ফেলে গেলে চলে প্রাণটা কি ফাটে না।
সময় যদি সাথ না দেয় দোষ বলো কার
সময়ের সাথে তাল মিলিয়ে চলেছি বার বার।
সময় হলে ফুটবে ফুল ভ্রমর খাবে মধু
সব ফুল পায় না ঠাঁই মায়ের চরণে শুধু।
সময় হলে নামবে বৃষ্টি ফসলে মাঠ ভরবে
চাষীর ঘরে নবান্ন উৎসব খুশিতে মেতে উঠবে।
সময় হলে বিয়ের ফুল ফুটবে দেখো ঠিক
রঙিন প্রজাপতি বসবে গায় টিকটিকি করবে টিকটিক।
ঘড়ির কাঁটা করে টিকটিক সময় দেয় সঠিক
আপন মনে ঘুরে চলে তাকায়না কোনো দিক।
প্রাণ দিয়ে বেসেছিলাম ভালো সইলো না তা কপালে
অর্থের মোহ পারলে না ছাড়তে সম্পর্কে বিচ্ছেদ ঘটালে।
ভাগ্যের দোষ কি বলো সময় খারাপ হলে
সময় থাকতে বুঝলে না মর্ম বুঝলে চোর পালালে।
সময় হলে সব পাবে হবে না কোনো কমতি
ধৈর্য ধরে কর্ম করো সময়ের হবেই সুমতি।
ভাগ্য বলে হয় না কিছু সবই কর্মফল
সময়ের সাথে তাল মিলিয়ে চললে পাবে ফল।
তোমার আশায় আজও বসে পথের পানে চেয়ে
তোমার কথা ভেবে জল পড়ে চোখ বেয়ে।
আশা ছিল তোমার পাশে থাকবো মনের উল্লাসে
সেই আশায় ছাই দিল ঢেলে ভাগ্যের পরিহাসে।
আশা ছিল তোকে নিয়ে বাঁধবো সুখের ঘর
সেই আশাতে ছাই দিয়ে করলি আমায় পর।