কবিতা- অপেক্ষা

অপেক্ষা
-লোপামুদ্রা ব্যানার্জী

 

 

অপেক্ষার একটা রং আছে
রঙটা কালো নয়,
তা সৈকতের মতো নীল
কিংবা বনানীর মতো সবুজ।
অপেক্ষার একটা ছন্দ আছে
ধীর লয়ে, নিঃশব্দে এসে
ছুঁয়ে যায় মনকে।
অপেক্ষার একটা গন্ধ আছে
যে গন্ধ মাতাল করে
রাখে নাসারন্ধ্রকে।
অপেক্ষার একটা মাধুর্য আছে
সারাক্ষণ স্বপ্নের আবেশে
মুড়িয়ে রাখে মনকে
একটা কল্পনার মোড়কে।
অপেক্ষার একটা টান আছে
বিনি সুতোর টানটা,
সেই অনুভব করতে পারে
যে উত্তাল ঝড়ের মুখে পড়েও
একটা খড়কুটো কে আঁকড়ে
ধরার অপেক্ষায় প্রহর গুনতে পারে।।

Loading

3 thoughts on “কবিতা- অপেক্ষা

  1. খুব সুন্দর দিদিভাই কবিতা,
    অভিনন্দন রইলো

Leave A Comment