কবিতা- পৃথিবী জেগে থেকো

পৃথিবী জেগে থেকো

-অমল দাস

 

 

হে পৃথিবী এ সকালে কিসের এতো কান্না

বুঝি না এমন নয়

      –অন্তরে অনন্তের জ্বালা তোমারও। 

তোমার বুকে ক্ষত –ক্ষত আরও কতো

ক্ষতের ধারা প্রবাহিত নদী

    -চর ভাঙা মাটি ধুয়ে যায় আমারও। 

 

আলো .. আকাশ আকাশ আলো

আলোর পিঠে অভিমানী আঁধার

            পৃথিবী আঁধার কেন নিলে?

অন্ধকারের ইন্ধনে হারিয়ে যেও না

আবর্তনের আবর্তে আলোয় মুখ তোল

      এই দেখো আমি প্রদীপ নিয়েছি জ্বেলে..

 

কুহক হাওয়ায় ঘুমিও না কুয়াশার প্রকোপে

নিখোঁজ রত্ন চাই না 

-শঙ্খচ্যুত সমুদ্রের সমাহিত তীরে

যত ইচ্ছে ডানার স্রোত –ঘাস সবুজের বুক

স্বর্ণ আভার দিগন্তহীন কায়ায়-

পৃথিবী জেগে থেকো.. জেগে থেকো

-আমার শব্দ লেখার নীড়ে!

Loading

4 thoughts on “কবিতা- পৃথিবী জেগে থেকো

  1. জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী says:

    বাহঃ সুন্দর

      1. অসাধারণ ব্যঞ্জনা এই কবিতায়।অমোঘ অন্ধকারে হারিয়ে যাওয়া অস্তিত্বের মুক্তির আর্তি এই কবিতায়।অমূল্য লিখনী।

        1. অশেষ ধন্যবাদ আপনাকে। এমন একটি মন্তব্য আমার পরম প্রাপ্তি।

Leave A Comment