কবিতা- বাঁচার ভাবনা

বাঁচার ভাবনা
-পায়েল সাহু

 

 

একলা আকাশ, একলা বাঁচা, একলা মনের কোণ,
সব ছেড়ে চল আজ ভাসি রে শ্রান্ত হোক দু’নয়ন।
দড়ি-দড়া সব খুলে আজ দেবো পাড়ি অথৈ সাগরে,
নোনা জলের পাহাড় চড়ে পৌঁছবো ওই মেঘ-মিনারে।
দূর পাহাড়ের চূড়ায় চূড়ায়,
আঁকবো ছবি সাত রঙের ধারায়
প্রাণ খুলে চল আজ বাঁচি রে,
কাল যদি না থাকি আর নতুন দিনের রাত্রি ভোরে।
নিঃসীম নীল আকাশখানা, ওকে নাকি ছুঁতে মানা!
শুনবো না তো কিছুই সে সব,
প্রাণ খুলে চল বাঁচবো এবার মন্দ ভালোর জীবনখানা।

Loading

2 thoughts on “কবিতা- বাঁচার ভাবনা

  1. সুন্দর উপস্থাপনা।বেশ ভালো লাগলো।

Leave A Comment