কবিতা

কবিতা- মেঘের কথা

মেঘের কথা
-রীণা চ্যাটার্জী

মেঘের ওজন মেপেছো কখনো!
কতোটা ভারী না কি ভীষণ হালকা?
ভেসে ভেসে বেড়ায় যখন আকাশের বুকে
ইচ্ছে হয়নি একমুঠো মুঠোবন্দী করে নিতে?
ইচ্ছে হয়নি বুকের কাছে বন্দী মুঠো খুলে
আপন করে নিতে কয়েক ফোঁটা বৃষ্টি?
ভিজতে না হয় নিজের মতো
একদিন আলগা সুরের অলসতা মেখে…

ভেবেছো কখনো মেঘ কেন জমে?
ব্যথায় না কোনো অজানা অভিমানে?
একরাশ ভার বয়ে ভেসে যায়
দূরে নীল আকাশের বুক চিরে-
শত শত না-রাখা কথার ভিড় ঠেলে,
আর অবহেলার অজস্র ফেনা নিয়ে
জানো কি, যায় মেঘ কোন সে অভিসারে!

রূপ আর রূপকের সাজে
ছোট্ট রূপকথা সেজে আছে মেঘলা কোলে,
ছুঁয়ে যায় আধজাগা চোখের ঘোর,
স্বপ্নরা হাতছানি দেয় চুপচাপ,
ভেঙে যায় উষ্ণতার বুদবুদে
বৃষ্টি নামে ধরায়, মিটে যায় খরা?
ভেজা মাটি, সোঁদা গন্ধ…
যে যেমন পারে ছুঁয়ে যায়-
তারপর পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে
আকাঙ্খা-অনাকাঙ্খার জলোচ্ছ্বাস,
পথ হারায় মেঘেদের আনাগোনা।

Loading

8 Comments

  • Anonymous

    মেঘের গন্ধ মেখে সোঁদা মাটির ঘ্রাণ আর বৃষ্টি ছোঁয়ায় দারুন ভাবে মাতিয়ে দিলো এই কবিতা।

  • Anonymous

    অপূর্ব ভাবনার প্রকাশ দিদিভাই। আন্তরিক অভিনন্দন।

  • Pradip Kumar Sarma Sarkar

    কি সংবেদনশীল কলম তোমার বোন!মেঘ নিয়ে,অন্তরীক্ষ নিয়ে,আরো কত কত অত্যাশ্চর্য আড়ালে রয়ে যাওয়া বিস্ময় নিয়ে যে ভাবিনি কখনও তা নয়,তবে লিখিনি কখনও। তুমি যেন আমার হ’য়েই লিখে দিলে মনের কথা। শুভ কামনা রইল।

    • রীণা চ্যাটার্জী

      এ আমার ক্ষুদ্র কলমের অনন্য প্রাপ্তি, প্রণাম দাদাভাই।

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page