কবিতা

কবিতা- মরমিয়া

মরমিয়া
-সঞ্জিত মণ্ডল

 

 

গান পাঠানো তো বন্ধ হয়েছে কবে,
লুকোচুরি কথা সে ও তো বন্ধ জানি,
তবু ভালোবাসা দিয়ে যায় হাতছানি,
সুপ্রভাতের আশায় থাকি গো প্রিয়।
কতোদিন কতো রাত জাগা ছিল বলো,
আবেগী হৃদয় কতো না পরশ চায়,
সে হাসি গানের রেশ আজও আছে প্রিয়,
কেন বুঝলে না প্রেম আজও কেঁদে যায়।

কবিতা ও গান আজও যারা ভালোবাসে,
তাদের হৃদয় নরম ও কোমল হয়,
এতোটুকু ব্যথা শেল হয়ে বুকে বাজে,
প্রেম নিয়ে খেলা কখনো কাম্য নয়।
রবিঠাকুরের গানে সান্ত্বনা চাই,
প্রসাদী গানেও সান্ত্বনা খুঁজে পাই,
বিরহের ব্যথা আজও ডুকরিয়ে কাঁদে,
এই কি গো তব ভালোবাসা মহাদান।

অপেক্ষা টুকু শুধুই পাথেয় হয়,
কবে দেখা দেবে আশা করে এ হৃদয়,
প্রেম ভালোবাসা মনের গভীরে আছে,
ভালোবাসা নিয়ে আজও বসে আছি প্রিয়।
মনের শান্তি তুমি চেয়েছিলে জানি
তবু ঘটে গেলো করুণ বিপর্যয়,
পৃথিবী থেকেই চির বিদায় নিলে
বোধনের আগে বিসর্জন হয়ে যায়।
তার থেকে ভালো না হতো সে পরিচয়,
প্রতি শরতেই আগমনী ও বোধন হয়
অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি প্রিয়
পরজনমেই না হয় দেখা দিও
ভালোবেসে আজও কেঁদে যায় এ হৃদয়।।

Loading

2 Comments

    • সঞ্জিত মণ্ডল

      আলাপী মন আরও একবার মন ছুঁয়ে গেলো, আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই প্রিয় পরিবারের সকল সদস্য বন্ধুদের।

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page