কবিতা

কবিতা- ফিরে পাওয়া হারানো সুখ

ফিরে পাওয়া হারানো সুখ
প্রদীপ শর্ম্মা সরকার

একান্ত সুখের মুহূর্ত।
কত মুখ মনে পড়ে এই সময়ে–
সব হারিয়ে যাওয়া মুখ, শরীর।

কত যে বিচ্ছিন্ন সুখ!
এক একটা প্রবাল দ্বীপের মত–
শুধু তো রঙীন নুড়ি পাথর নয়,
অক্ষৌহিনী পেলব প্রাণ,
সারাদিন ভেসে বেড়ানো টুকরো জুড়ে জুড়ে
আসমুদ্র বিস্তার–চপলা রাগিনী যেন!

সূর্য্য প্রণামের মুদ্রায় ঊর্ধমুখী জলজ প্রাণী–
মাহেন্দ্রক্ষণে বাসনা নিঃসরণ,
ফোঁটা ফোঁটা রঙিন কামনার লোভ উদগীরণ,
যুগান্তের সঞ্চয়ে সমুদ্রের গর্ভে রঙিন মেলা
স্বর্গারোহন উপেক্ষা ক’রে ডুবুরীর পাতাল প্রবেশ পছন্দ তালিকার শীর্ষে।

হয়তো আছেন উন্মত্ত নিশিযাপন শেষে
তুরীয় আনন্দে হালকা পালকে ভেসে,
জলের মত বালি ছুঁয়ে,
এক নিমিষে দম নিয়ে
চু কিৎকিৎ উচ্চারণে সুগভীর তলদেশে,
আবার ফিরে পেতে রঙদার ফসিল ও প্রবাল অন্তরঙ্গতা!

Loading

One Comment

Leave a Reply to Paromita ChatterjeeCancel reply

<p>You cannot copy content of this page</p>