অস্থির সময়
-রাণা চ্যাটার্জী
সময় এখন ভীষণ গতির,
হোক না জীবন অনামী!
প্রেম প্রণয়ের দাবা খেলা
রোমান্স ঘনায় সুনামী।
আড্ডা প্রেমের তুফান ছোটে
স্পর্শ সুখের উল্লাসে ,
নিভৃতে কি করছে ওরা
পাবলিকের কি যায় আসে!
যুগের তালে হাওয়ার পালে,
উড়ছে ঝিঁ ঝিঁ পতঙ্গ,
উদ্দীপনা ফুলকি ছোটায়
মুক্ত আকাশ বিহঙ্গ।
বলছি শোনো চিন্তা কেন,
সংস্কৃতি কি রসাতল!
নেট দুনিয়ার অক্টোপাশে
ভাবনা গভীর,নেই অতল।