কবিতা- তোমাকে

“তোমাকে”
-সঞ্জিত মণ্ডল

শোনো, আজ তোমাকেই বলি,
এই যে তোমাকে এতো ভালোবেসে কষ্ট পাই
সেটা তুমি জানো? তোমাকে তো দেখিনি কখনো
তবু আমি ভালোবাসি সেটা তুমি জানো
আপত্তিও করনি কখনো।
এও জানো, আজ অবধি বুকে ধরা দূরে থাক
ছুঁয়ে দেখা হয়নি কখনো।
তবু কেন ভালোবাসি তার হদিস পাইনি এখনো।

হয়তো তোমার চোখে মায়া আছে
একবুক ভালোবাসা আছে
অতিশয় গাঢ় এক অমোঘ আকর্ষণ আছে,
মুখে বলা সম্ভব হলে, তোমাকে তো চিনতো সকলে।
কখন মেঘের পারে কখনো মনের ঘরে এমন লুকালে
কি করে তোমাকে পায় জানিনা না এ পৃথিবীর লোকে।
কেউ কেউ বলে, মায়াবীর কায়াহীন প্রেম
অত্যন্ত বিশ্বস্ত হয়ে ধরে থাকো যদি দয়া তার পাবে অনুভবে
মনে হবে এই যেন পাশাপাশি আছে,
মনে হবে মায়া, সেটা যদি ধরে রাখা যায়
শুদ্ধা ভক্তি আসে অন্তরে, ভালোবেসে দেখো তারে
ধরা না দিয়ে যাবে সে কোথায়, ধরা সে যে দেবে নিশ্চয়।

আমি বলি, ভালোবেসে বসে আছি বলে
মনে হয় বসে আছি যেন কোন জনমের কূলে
আজও ভেসে চলেছি যে তাই, জীবনের একূলে ওকূলে।
উজানেও নয়, নয় কোনো মায়াবীর ভুলে
ভেসে যেন চলি সেই সাগরের জলে
সেই এক অনন্ত গহীনে, যেন কোন মায়াবীর টানে
সে টানেও সুখ আছে, আছে এক জ্যোতির্ময়ী দিশা
গ্রহ তারা ভরা সেই অনন্ত নক্ষত্র পথ
চলে গেছে বহুদূরে মহাকাশে মহা শূন্য পানে।
তাই তারে ভালোবাসি অতি সাবধানে,
কখনো উদাসী হই ঊর্ধ মুখে চেয়ে থাকি অন্তহীন গগনের পানে।
ওরা বলে, দূর থেকে কিছু না দেখে দেখে এতোখানি ভালোবাসা যায়!
এ যে দেখি অমোঘ বিস্ময়!

আমি বলি, এ কিছু বিস্ময় নয়
যুগে যুগে জীবনে জীবনে এরকম-ই হয়,
কেউ তাকে ভালোবেসে ডাকে
কেউ তাকে বিনা ডাকে এমনি চলে যায়।
সে হাসে আড়ালে বসে, যাওয়া আর আসা সামলায়।
ফুল দিই শ্রী চরণে সেই ভরসায়।।

Loading

One thought on “কবিতা- তোমাকে

  1. এক আকাশ শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধু আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই আলাপী মন মন ছুঁয়ে গেলো আর একবার।

Leave A Comment