কবিতা

কবিতা- খোলা জানলা

খোলা জানলা
-পাপিয়া ঘোষ সিংহ

দক্ষিণের জানলাটা উন্মুক্ত রেখেছিলাম
বসন্ত তোমার আগমনের অপেক্ষায়,
শীতের কুয়াশায় ধূসর শরীর ও মন-
ক্লান্ত ছিল অশীতিপর জড়তায়।

একদিন যৌবনের প্রারম্ভে বসন্ত কড়া নেড়েছিল,
বন্ধ দ্বারে কিছুক্ষণ দাঁড়িয়ে ফিরে গেছে সে,
অভিমানে দিয়েছিল শুকনো ধূধূ বালিয়াড়ি।
একরাশ অভিযোগে আজ হয়েছে বুঝি আড়ি!

ভরা ভাদরে বাদলও আজ যেন বৃষ্টিহীন,
বিরহ জ্বালায় জ্বলছে গাছগাছালি,
নদী- পুকুর কেউ বাকি নেই,
সবাই শুধু অভিমানে একাকিত্বে দিশাহীন।

আমি একদৃষ্টে, খোলা জানলায় চোখ রেখে
দেখতে চেয়েছিলাম ফুলে-ফলে শোভিত চারিদিক,
বসন্তের মিঠেল স্পর্শে পল্লবিত হ’য়ে,
ভ্রমরের গুঞ্জনে পুলকিত হ’তে চেয়ে
আজও তোমার অপেক্ষায়।

আজ উন্মুক্ত জানলা দিয়ে উড়ে এলো
খড়কুটো, রাশি রাশি বালি, কাঁকড় ধূলো,
তুমি এলে না, রাতে বিরহী জোছনায়
চোখের জল রোজ বালিশ ভেজায়।
তবুও দু’চোখ আটকে থাকে খোলা জানলায়।

Loading

2 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>