কবিতা- “আষাঢ়ী”

“আষাঢ়ী”
– শ্রী শুক্রাচার্য

 

অপরিণত ছবির সংখ্যা, হৃদয় জুড়ে ছড়িয়ে পড়েছে…
পরিণত সংখ্যা ঝাপসা হতে চেয়ে, লজ্জায় মরেছে…
পথের আগে আগে হেঁটে চলেছে, আমার ছায়া…
বারাবার বলেছি! নাম ধরে ডেকে তবুও ভুলিস না মায়া…
তেপান্তরের মাঠের পরে, এক অজানা অনামীর ছবি…
প্রয়োজন সত্যিই হয়তো ছিল! আমায় অনামীর কবি…
সময়ের স্রোতে ভেসে আসা ছবিখানি, যত্ন করে রাখা বুকে…
কোন অভিমানে ভেসে গেছে ছবিটি, না বলা গোপন দুঃখে…
জীবন্ত স্বপ্নগুলো সব, মেঘের মতো এলোমেলো লাগে…
আজ মন ভীষণ ভাবে, যদি হারিয়ে যাবে ছবি জানতাম আগে…
আকাশের তারা গুনতে গুনতে, সেদিন চোখ থেমে আছে…
যে তারা দিয়ে এঁকে ছিল ছবিখানি, মন আজ হারিয়ে গেছে…
কলম কিন্তু আজও অফুরান আশায়, বুক বেঁধে থাকে…
কবে সে ছবি আবার ফিরে এসে, একবার বুক ভরে ডাকে…

Loading

Leave A Comment