
কবিতা- নীরব সঙ্গম
নীরব সঙ্গম
-শর্মিষ্ঠা রায়
সোনালী জরির বেনারসীর রোদে সেজেছে ধরা,
সদ্যস্নাতা নববধূর সিঁদুরের টিপের মতো দিবাকর যৌবনে ভরা।
যেন যৌবন জ্বালা ছড়িয়ে, পুড়িয়ে দিতে চায়,
নীরব প্রকৃতির আপাদমস্তক স্নান এ আগুন ধারায়!
এ ধরার প্রতি ধূলিকণা যেন কামনার আগুনে উত্তপ্ত,
এ কোন দুর্বার সঙ্গমে চায় হতে লিপ্ত?
পুরুষতান্ত্রিক সমাজে এ এক প্রতিবাদহীন সঙ্গম!
প্রতিনিয়ত ঘটে চলে,ধরণী তুমি কি প্রতিবাদে অক্ষম?
এ এক অলিখিত সঙ্গম শৃঙ্খলা,
নীরবে দহন সওয়া নয়তো হেলাফেলা।


5 Comments
Anonymous
Thank you
Anonymous
Ek asadharon lekha. Janina ki bhabe tomake avinandan janabo. Ektai anurod….please chaliye jao. Theme thakbe na.


Anonymous
ধন্যবাদ বন্ধু
Anonymous
অনবদ্য।চালিয়ে যেতে হবে।
Anonymous
ধন্যবাদ বন্ধু