কবিতা-‘গুহায় আলো জ্বালি’

‘গুহায় আলো জ্বালি’
শ্রী শুক্রাচার্য্য

 

 

তোমরা জানবে না কেউ তবু অনন্ত নাটকীয়
লৌকিক আলো…
তোমাদের ঐ অজানা অন্ধকারই ভালো…
তোমাদের জন্মসূত্রের মিথ্যে মিলন অপঘাতী আমন্ত্রণ…
তীব্র দাবদাহে বিলীনের পথে তৃষ্ণার অতৃপ্ত নিকৃষ্ট আস্বাদন…
নকল নিপীড়িত অজুহাতে যৌনতা তোমার আত্মতৃপ্তি অপ্রকাশিত জঙ্গলের ভাষা…

অবচেতন সুরক্ষার চালাকির তালাটা গায়ের জোরেই খুলে নিজের প্রসংশা বের করা আশা…
সেই সব পিশাচের দেহে প্রকাশের ভঙ্গি কখনো প্রকৃতির নিয়ম বিরোধী মর্যাদার ভিখারি …
এই অনিয়মের অসময়ের অতিথি মানুষ ভেবে আনন্দ পায়, এদের চোখে জল…
লৌকিকতার ভয়ঙ্কর মিথ্যা অহংকার যখন
ভোগের স্বাদ কেড়ে নেওয়ার কথা বলে…

আবার নকল মানবিকতার চাদরে জানোয়ার
যেন মুখ লুকিয়ে ছলে বলে কৌশলে…
ক্ষমা না চাওয়ার ভঙ্গিতে অন্যায়ের পক্ষ খাঁড়া করে পশুশক্তির যুক্তি…
আমি জানোয়ারের বীজে সভ্যতা খুঁজি
বোকার মত জঙ্গলে জ্বালাতে গিয়ে আলোর ভক্তি…
তখন কে যেন পেছন থেকে নাম ধরে ডেকে দিলে, অমিত…
এখানে জঙ্গলে অনেক পিশাচের আনাগোনা তোমায় অনুরোধ আলো জ্বেলো না!
এরা অন্ধকারের কীট…
তবে ফিরে আসা যাক বলে বড় ভাবনা চলে…
আমার আমিকে মনের পরীক্ষা এ জঙ্গলে…

Loading

Leave A Comment