কবিতা

কবিতা- প্রায়শ্চিত্য

প্রায়শ্চিত্য
প্রদীপ শর্ম্মা সরকার

 

চারদিকে বড় গুমোট।
সন্ধের অবকাশে একটু প্রকৃতি সান্নিধ্য চায় শরীর,মন–
চারকোলের মত ঝুরঝুরে পোড়া মনটা
তাসের উপরের লাস্যময়ীর প্রতিকৃতি দেখে আর উন্মাদ হয় না ;
অনুভূতিগুলো তেজ হারাতে হারাতে
ঘোর বর্ষার অমাবস্যা যেন।
ষড়রিপু জয় করার অহমিকা নেই আমার,
তারা স্বেচ্ছায় ছেড়ে চলে গেছে স্যাঁৎসেতে জুবুথুবু আধার।

মায়ের কাছে শুনেছি আমি এক অপরিণত জাতক,
সময়ের আগেই আত্মপ্রকাশের জন্য উসখুস প্রাণ।
এমন জাতকের সময়ের চৌখপ্পি পার হওয়া দুষ্কর –
পোষ মানা গৃহপালিত যেমন অকালে ঝরে যায়।

এক সংখ্যার নামতা ধাতস্থ হবার আগেই
জোড়া সংখ্যার ধারাপাতে বিপর্যস্ত।
নিয়মের অঙ্ক শেষ হবার আগেই
সিঁড়িভাঙা রপ্ত করার মূর্খামির মূল্য চোকাতে হবে না!
তাই তো আজ বেলাশেষে
একদা দৃপ্ত তাপসের তপস্বী
বিনয়ের বন্দিশ গেয়ে চলি প্রায়শ্চিত্যের ভেক ধরে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page