কবিতা- সভ্যতার আধার

সভ্যতার আধার
সুমিত মোদক

 

 

পশ্চিম আকাশের এক মুঠো আলো নিয়ে রেখে দিয়েছি
পুব আকাশে;
সে আলো বুকের ভিতর ছড়িয়ে পড়ে;
সে কারণেই সারা রাত জেগে
মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ণ বেদব্যাসের সামনে বসে শুনি
বেদ মন্ত্র;

একটা একটা করে নক্ষত্র জেগে উঠলে
নতুন করে জন্ম নেয় সমুদ্র-ঢেউ,
না বলা কথা;
ফিরে আসে হারিয়ে যাওয়া প্রেম, প্রেমিকা;

কেন জানি না অলৌকিক পরীগুলো
একটা বলয় সৃষ্টি করে ঘিরে রেখেছে;
তার ফলে কখনও ছুঁয়ে দেখছি পুবের আকাশ,
পশ্চিমের আকাশ, উত্তর ও দক্ষিণের আকাশ;
ছুঁয়ে চলেছি একের পর এক সমুদ্র-ঢেউ;

হয় তো এখনও উদাস মাঠের আলপথে
বসে আছে বাস্তু-পেঁচা;
সে’ও ভোরের সঙ্গে সঙ্গে ডানা মেলে দেবে
আরেক স্বপ্নের দিকে;
যেখানে বিভোর হয়ে থাকে আমাদেই উত্তর পুরুষ;

সেই এক মুঠো আলোটুকু নিয়ে পুবের সূর্য
আলোকিত হয়ে উঠবে,
জন্ম দেবে অন্য আরেক পৃথিবীর;
যেখানে থাকবে না সমাজের এ জটিল অঙ্ক;
কেবলমাত্র তরঙ্গ …
আর সেই তরঙ্গ থেকে উচ্চারিত হবে
আমাদেরই পূর্বপুরুষের বৈদিক মন্ত্র,
সভ্যতার আধার ।

Loading

Leave A Comment