কবিতা

কবিতা- পোয়াতি

পোয়াতি
-সুব্রত আচার্য‍্য

 

 

অন্তিম আঁচড়ে আঁচড়ে গুছিয়ে নিচ্ছে সময়।

গোধূলিও জেনে গেছে কখন তাকে ভালো দেখায়।

বেঁচে থাকার লড়াইটা তোমার কাছে শেখা।

নতুন ভোরের গন্ধে জানি সূর্য উঠবে।

ভাগ‍্য আর সূর্য যেন একসুতোয় বাঁধা।

আমরা প্রত‍্যেকে আধিপত্য দেখাতে চাই , নিজের খাতায়।

অভিমান ধুয়ে গেলে শব্দেরা নক্সী কাঁথায় বিনীসুতোর গল্প বোনে।

দিঘির জল টল টল করে উঠলে পোয়াতি মেয়েটার কথা মনে পড়ে।

পোয়াতিদের একটা নিজস্ব স্বপ্ন থাকে।

ভালোবাসা ঠিক যখন উর্দ্ধ গগনে , সমস্ত বিশ্বাস – লজ্জা – গোপনীয়তাকে আড়ি দিয়ে সে আজ পোয়াতি।

আজ যে পোয়াতি, কালকে হবে মা। মায়েরা নষ্ট হয় না।

ঘাত-প্রতিঘাত সহ‍্য করতে করতে পাথর হয়ে যায়।

Loading

2 Comments

Leave a Reply to জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদীCancel reply

You cannot copy content of this page