কবিতা- বিভূতির আড়ালে

বিভূতির আড়ালে
-শ্রী শুক্রাচার্য্য…

 

 

নিজের কাছে নিজেকেই অচেনা মনে হয়।
শ্বাসের বিবর্তন ঘটে, তবে সময়ের মৃত্যু হয়।।
প্রাচীন মলিকিউলের বদ্ধতা মুক্ত করা ।
অপরিচিত অসংখ্য আমিতে অভিজ্ঞতা ধরা।।
সঞ্চয়পত্রে রাশি রাশি মৃত শব্দ কথা বলে না।
সময় রেখার গন্ডি টানা তাই আগামী অজানা।।
পাথরের গায়ে মুখবন্ধ; তুমি স্থাপত্য কলার কিছু।
আজও ভীষন অশ্রু ঝরায়, সব খুশীর পিছু পিছু।।
আমন্ত্রিত অরণ্যে নিশ্চুপ পল্লবী চিৎকার করে।
হয়তো তোমার ই প্রতীক্ষায়! ইচ্ছা শব্দ মনের ঘরে।।
জন্মান্তর শৈল তনু প্রপাতে, সিক্ত চোখের পলক।
অন্ধকার কাব্য লিখে গেছে; তোমার দূরন্ত অলক।।
দৃষ্টি উপন্যাস অবলম্বনে, নির্মিত রসায়ন পত্রলেখা।
মৃত্যুর বাগানে বসে, বৃথা ভাবি না কেন আমি একা ?

Loading

Leave A Comment