কবিতা- অন্তর পূজারী

অন্তর পূজারী
-শ্রী শুক্রাচার্য্য...

পাশে আছি মুখে যদি নাই বলি
তবু কেন ভেবে নাও ভুলে যাই…
মনে রাখি সে কথা মুখে নাই তুলি
তবে কী নীরবতায় প্রেম নাই…
যে আকাশে ধুপ হারিয়ে গেছে
সে আকাশ ই শিল ছড়িয়েছে…
মেঘ যদি তোমার ভাবনায় নাচে
হৃদয়ের বৃষ্টি সরসী ভরিয়ে গেছে…
গভীর অন্ধকারে জোনাকির মত
গাছের পাতায় লুকিয়ে আছি…
অজানা ঠিকানায় ভুল হোক পথ
তোমার ডাকে সাড়া দিতে রাজি…
মহাকাল নিয়তির ক্রান্তির পথ
জন্ম বা মৃত্যু হোক কর্মের দরজা…
নাচে বন্দী নাচে মুক্তির শপথ
আমি গৃহ শ্বশ্মানের তরজা…
আপন গহীনে উত্তর খুঁজে পাবে
ভালো করে ভেবে দেখো…
ভালোবাসা নাই বা দিলে তবে
অন্তর পূজারী আমি মনে রেখো…

Loading

Leave A Comment