কবিতা

কবিতা- অসহায়

অসহায়
(বয়স্ক নিগ্রহ সচেতনতা দিবস উপলক্ষে লেখা )
-সঞ্জিত মণ্ডল

 

 

একটা সময় ছিলো যখন তারাই ছিলো সহায়
বয়সের ভারে ন্যুব্জ এখন তারা আজ অসহায়।
কেউ কথা আর বলে নাকো ডেকে সবাই পাশ কাটায়
অসহায় হয়ে বৃদ্ধ বৃদ্ধা আকাশের পানে চায়।
বয়স হলেই একা করে দেয় অদ্ভুত এ সমাজ
জেনারেশন জেড এড়িয়েই চলে এড়ায় তো নীতিবাজ।
নিগ্রহ চলে বুড়ো বুড়ীদের নিত্য দেখে সমাজ
মারধোর করে বের করে দেয় পথে ঘোরে তারা আজ।

নিগ্রহ শুধু শারিরীক নয় মনেও অত্যাচার
সব কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়াই দারুণ বীরের কাজ।
অবহেলা টাও ভয়ানক এক নির্যাতনের কাজ
চিকিৎসা না করা না খেতে দেওয়াতে নির্মম এ সমাজ।
সাগরে তীর্থস্থানে নিয়ে গিয়ে গলগ্রহ ছেড়ে যায়
স্বার্থপর এই দুনিয়াটাতে কুকর্ম করে যায়।
পরিচর্যার কাজে এসে কেউ সব লুটে নিয়ে যায়
টাকা ও গহনা লুটে নিয়ে শেষে খুন করে রেখে যায়।

বৃদ্ধ বৃদ্ধা অক্ষম নয় তারা গলগ্রহ নয়
তাদেরই অন্নে পালিত শিশুরা রয়েছে বিশ্বময়।
বয়স্কদের নাকি কোনো দেশ নেই তারা পৃথিবীর জঞ্জাল
মানবিক দেশ মরমি মানুষ সকলের চোখে জল।
সমাজের দায় আছে নিশ্চয় বন্ধ হোক নিপীড়ন
দেশের আইন, মানবতাবাদী থামান নির্যাতন।
বয়স্করাও একদিন ছিলো পিতা মাতা ভাই বোন
হিংসা ও দ্বেষ মুছে দিয়ে করো তাদের আপ্যায়ন।।

Loading

One Comment

  • সঞ্জিত মণ্ডল

    ভীষণ ভালো লাগলো প্রিয় বন্ধুরা, আনাপী মনকে অনেক অনেক ধন্যবাদ সাহিত্যের সাথে সাহিত্যের পথে এভাবেই উৎসাহিত করুন সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা

Leave a Reply to সঞ্জিত মণ্ডলCancel reply

You cannot copy content of this page