কবিতা

কবিতা- শুধু একবার

শুধু একবার
-সীমা চক্রবর্তী

 

 

তোমার স্বেচ্ছায় নির্বাসনের গন্ডিতে আমি
বিধ্বংসী ভূকম্প তুলবো,
তোমার মনের অতলে জমা স্থির লোনা জলে
আগুনের স্ফুলিঙ্গ জ্বালবো।
পুড়িয়ে দেবো দূর্বল মুহূর্ত-ধারী হৃদয়
কম্পনে ঝুরঝুর করে ঝরে পরবে বঞ্জার শব্দরা,
তোমার উদাসীন দৃষ্টি থেকে ছিনিয়ে নেবো প্রত্যয়।
যে মনের দোরে খিল এঁটেছ নির্দ্বিধায়
সেখানে একবার শুধু একবার, ঝড়ের তান্ডব চাই
যে নির্লিপ্ততার চাদরে নিঃশব্দের ফসল বুনেছো
বজ্রপাত ঘটাবো তার গায়ে…।

তোমার নীরাবতার পুরু খোলসে যে শ্যাওলার আস্তরণ,
আমি এসিড বৃষ্টি তে ফাটল ধরাবো
তোমার আবেগী শৈথিল্যে চরম সর্বনাশ এনে
টলটলে নির্মল জীবনের উদ্ভবে অন্তরালহীন বাসর বসাবো।
আসলে তোমার আত্মমগ্নতা আমাকে বড় বিচলিত করে…
এক দুর্বিষহ যন্ত্রণার দিনলিপি রোজ লেখা হয় প্রাণে,
তাই, একবার শুধু একবার…
আমার স্বপ্ন চেতনার কিছু ছাপ রেখে যেতে চাই
তোমার ভিতর… জ্ঞানে… বা অজ্ঞানে…।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>