কবিতা

কবিতা- ধূসর গোধূলি

ধূসর গোধূলি
-সঞ্জিত মণ্ডল

 

 

সেদিন একটা ধূসর গোধূলি ছিলো
প্রিন্সেপ ঘাট, গড়ের মাঠও ছিলো
বাদামের খোসা ছাড়ানোর অছিলায়
স্পর্শ সুখের অনুভূতি টাও ছিলো।
ধূসর গোধূলি আবছায়া অবয়বে
চেনা নাকি কেউ কার ও গলার স্বর
মুখটা লুকানো দু হাঁটুর ছোট ফাঁকে
পাশে বসে সেও ওড়নায় মুখ ঢাকে।

মুঠো ভরা কিছু সোহাগ আলতো ছোঁয়া
হৃদয়ে উথাল পাথাল ঢেউয়ের দোলা
অভিমানী মুখ থমথমে গোধূলিতে
ব্যাকুল আবেগ হার মানে ব্যর্থতায়।
সন্ধ্যা নামলে চেনা অতিথিরা নেই
সাহস করেই হাত খানি ধরা যায়
লজ্জা জড়ানো কুন্ঠিত প্রশ্রয়ে
ঠোঁটের আলতো পরশ টুকুও দেয়।

হারানো বিকেল হারানো গোধূলি ডাকে
ফেলে আসা সেই যৌবন স্মৃতি ঘাটে
তরণী ভেসেছে সুদূর দ্বীপের গায়ে
সেও চলে গেছে গোধূলির আবছায়ে।।

Loading

One Comment

  • সঞ্জিত মণ্ডল

    অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>