Site icon আলাপী মন

কবিতা- সেলাম

সেলাম
-সুবিনয় হালদার

সহজ কথা সহজভাবে বলা-
অতো সোজা-না।
চোখের সামনে যাকিছু দেখছো- যাকিছু শুনছো-,
লিখে প্রকাশ করা-
বুঝলে- অতোটা সহজ-না-!
আসলে সোজা কথা সহজ ভাবে বলা যায়-না-!
বললে পরেই তকমাআঁটা উপাধি পাবে- সঙ্গে ভিন্ন-ভিন্ন বিশেষণ- ; একদম Get three get one free’র মতো !

যদি তুমি প্রিয় হতে চাও-, বাহবা পেতে চাও- নতুবা পাশে বসার জায়গা পেতে চাও- সে ডান হোক বা বাম ;
তাহলে সবার আগে তোমাকে সত্য কথা, সোজা কথা- সহজভাবে না-বলা হজম করতে হবে ।
তেলমাড়া মিথ্যা প্রশংসা করুন- অথবা হ্যাঁ-তে হ্যাঁ মেলান ;
দেখবেন সমস্ত বর্জ্যপদার্থ আপন অঙ্গে লেপে অঙ্গনে নেত্য করছে !
খুশি-করা কথা না-বলে কে চায় বলুন বিবাগী হতে ?
সবাই সবারটা দেখতে গিয়ে কখন যে পরাধীন হয়ে গেছো ;
দাসত্বের অন্ধকার কুঠরিতে নিজেরাই নিজেদেরকে সঁপে দিয়েছো-,
হে বিপদী- তুমি নিজেই জানোনা !

যদি ভেবে থাকো- অনেক হয়েছে গুরু, আর না- তাহলে
তোমার দিকে ধেয়ে আসবে ভীষণ বেগে ঘূর্ণিঝড়,
কুকথার বজ্রাঘাতে আহত বিধ্বস্ত দিশেহারা তুমি- / তোমরা- তখন উদ্বাস্তু- !
তোমাদের ঠিকানা হবে কোনো-এক রিফিউজি ক্যাম্পে হয়তোবা জেলে নয়তোবা শ্মশানঘাটে !

হায়- হায়- স্বাধীনতা—
হায়- গণতন্ত্র—
লজ্জা ঘৃণা নামক অনুভূতি বিলুপ্ত প্রাণ- শুধুই শ্লোগান মুখরিত !
কান্না-? সে তো কবে ফিরে গেছে তার আপন ঠাণ্ডা ঘরে !
এই পোড়ার দেশে জন্মলগ্নে যে বিষবৃক্ষ রোপণ করা হয়েছিলো আজ তা মহীরুহ হয়ে পরিবেশ প্রকৃতি শেষ করে দিচ্ছে !
বনেদ ভুলের জের আজো টেনে চলেছো কলুরবলদের ন্যায় জন্ম হতে প্রজন্ম-!
হায়- রাজা
হায়- রাজমাতা- মন্ত্রী আমলা পারিষদ ;
তোমাদের নমস্কার-
সেলাম- !!

Exit mobile version