কবিতা- সেদিন ফিরে এসো

সেদিন ফিরে এসো
-সীমা চক্রবর্তী

 

 

এমনও দিন আসবে
যেদিন কন্ঠ তোমার ভুলে যাবে সুর তান
ভুলে যাবে কারো ভেজা অভিমান
ভুলে যাবে তোমার সারা জীবনের সঞ্চয়,
সেদিন তুমি ফিরে এসো চলে…
ফিরে এসো আমার আয়ত্তের পরিধিতে
শেষ বেলা’কার হিসেব নিতে
আনমনে গেয়েছিলে যত নিবিড় নিরালার গান…।

যখন ডাহুক ডাকা উদাস দুপুরে, নিঃসঙ্গতার নিগূঢ় বাঁধনে
প্রাণপণে ভেবে চলেছো ফেলে আসা স্বরলিপি,
তবু দিচ্ছে না ধরা কারণে বা অকারণে
অন্ধকারে হাতড়ে চলেছো অযাচিত উৎকন্ঠার ঢিপি…
সেদিন তুমি ফিরে এসো চলে
ফিরে এসো আমার সাদামাটা মনের আঙিনায়,
যেখান থেকে দূরের ঐ আকাশ ছোঁয়া যায়
চাঁদ নেমে আসে জাফরিকাটা অলিন্দে
ক্লান্ত দু’চোখে নির্ভাবনার শান্তি নামায়।

তোমার রাতও একদিন প্রাচীন হবে
প্রাচীন হবে তোমার অভিজ্ঞান,
তোমার প্রভাতী সূর্য ধরবে না সেদিন ভৈরবি তান,
ছড়িয়ে যাবে বাঁধন খোলা যন্ত্রণারই গান।
তখন তুমি ফিরে এসো চলে
ফিরে এসো অমলিন বিশ্বাসে
এক আকাশ ভালোবাসার প্রতিদানে… শেষ বেলায়,
নিজেকে বেঁধেছি আশ্বাসে , ঝিম ধরা অবকাশে
তোমার ভুলে যাওয়া সাবেকি গানের প্রাচীন বর্ণমালায়…।

Loading

Leave A Comment