
কবিতা- ইচ্ছেগুলো
ইচ্ছেগুলো
-উজ্জ্বল দাস
তখন একটা সময় ছিলো
ভাল্বসেট রেডিও ছিলো।।
সাটার দেওয়া টিভি ছিলো
ছাঁচের নারকোল ছাবা ছিলো।।
আমরা যারা দূরে ছিলাম
বাড়ি ফেরার ইচ্ছে ছিলো।।
এন্টেনা তে কাক ছিলো
ঘুরিয়ে দেওয়ার তাগিদ ছিলো।।
ভালোবাসার ইচ্ছে ছিলো
দেদার গলায় গান ছিলো।।
ভোরের বেলার সূর্য ছিলো
ছেলে বেলার কাশ ছিলো।।
ঠাকুর দেখার বায়না ছিলো
জামা গোনার স্বপ্ন ছিলো।।
মহালয়ার রেডিও ছিলো
চালিয়ে দেবার ইচ্ছে ছিলো।।
রবিতে রামায়ণ ছিলো
পুজোর আগের নাটক ছিলো।।
সহজ সরল বন্ধু ছিলো
দশমীতে প্রণাম ছিলো।।
ছিলো ছিলো সবই ছিলো
ইচ্ছে গুলো আজও আছে।।
মজার সঙ্গে আজও বাঁচে
ইচ্ছে ডানার পাখার ধাঁচে।।


One Comment
Anonymous
অনেক ধন্যবাদ আলাপিমন