
কবিতা- অধম
অধম
-সুবিনয় হালদার
লিখতে বসে অনেক কথা পরছে মনে আজ
পুরানো সেই দিনগুলো সব পাবোনা ফিরে আর !
চলে গেছে যে-সব সময় মনের মাঝে গাঁথা
হাতরে বেড়াই পাইনা খুঁজে খুঁজেই মরি সারা
এই অবেলায় ঝাপ্সা চোখে আবছা স্মৃতির ব্যথা !
এমনি করে দিন চলে যায়- মাস চলে যায়- বছর পালা করে
সূর্যাস্তের উল্টো দিকে নতুন প্রভাত আসবে বলে
অন্ধকার জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে আপন চাদর মুড়ে ।
আত্মশুদ্ধির পথ বেছেছি দু-এক কথা লিখে
সবাই দেখি উঠছে রেগে যে যার মতো করে,
একে-একে লুপ্ত প্রাণী বিলুপ্ত শ্রেণী তারা
সভ্য মানুষ বলছে কেবল তারাই নাকি সেরা ;
মনেমনে একটু ভেবে যেইনা পরলো ধরা
এই পৃথিবীতে সবাই উত্তম অধম শুধুই একা !


8 Comments
Anonymous
Love You Dada
Anonymous
👍👍
Anonymous
বাস্তবসমন্বিত লেখনী। খুব ভালো লাগলো দাদা।
Anonymous
খুব সুন্দর হয়েছে দাদা। আরো কিছু লেখা দেখতে চাই
Anonymous
দারুন অনেক অনেক ভালবাসা দাদা
Anonymous
খুৰ ভালো লাগলো হালদাৱদা ধন্যবাদ
Anonymous
খুব সুন্দর কবিতা। প্রিয় বাচিক বন্ধু।
Anonymous
খুব ভালো লাগলো