
কবিতা- সেদিন গাল ছুঁয়েছিলে…
সেদিন গাল ছুঁয়েছিলে…
-অমল দাস
সেদিনের মত আজ আবির ছিলনা তোমার হাতের তালুতে
আজও ছিলে তেমনই সতত স্বাধীন —আভিজাত্য ভুলে।
সেদিন গাল ছুঁয়েছিলে…
আজ ঠোঁট ছুঁয়ে গেল তোমার আঙুলে।
কোন উষ্ণতা নয়, এ যেন এক নিবিড় শান্তির ছায়
তোমার চুলের বাসরে।
যে বাসর-সুরার আসর নিয়ে কেটে যায় পাগলের দিন।
তুমি কঙ্কণ উপকূল থেকে কিঙ্কিণী পায়ে এসেছো
—হৃদয়নগরের কোনও প্রান্তিক গ্রামে!
এ গাঁয়েই পাহাড়ি পাতার আড়ালে আমার কুটির
কুরুক-ফুলে ঘেরা পথ —মেঘেদের ঘনঘটায় ডানাদের ভিড়
একদিন এসো প্রভাতের ঝর্ণা ধারায় আঁচল ভিজিয়ে
—আমার পাথুরে গহ্বরে।
রোমহর্ষ কুপির আলোকিত স্নানে
পৃষ্ঠ-দেয়ালে তোমার মতন করে টেনে দিও শিল্পীর দাগ
দাগে দাগে তোমারই প্রতিচ্ছবি —আমি আজন্মকাল।


6 Comments
Anonymous
ভেসে আসে মনে, ভাসা ভাসা কথা।
বর্ণনা মুখর অনন্য প্রকাশ।
অমল দাস
এক আকাশ ভালোবাসা
Anonymous
খুব সুন্দর
অমল দাস
ধন্যবাদ আপনাকে
Anonymous
খুব ভালো লাগলো
অমল দাস
ধন্যবাদ আপনাকে