কবিতা

কবিতা- ধুকপুক নিঃশ্বাসে

ধুকপুক নিঃশ্বাসে
রীণা চ্যাটার্জী

কথা মতোই দেখা হল অতিমারি শেষে,
বদলে গেছে অনেক কিছুই,
বদলে গেছি তুমি-আমি,
তোমার আমি, আমার তুমি।
অচেনায় ভীত আমাদের সেই চেনা জগৎ-
এখানে এখন মুদ্রাষ্ফীতির প্রচণ্ড তাপে
আধ-কাঁচা ভাতেও মড়ক জাগে।
ক্ষুধাও যেন তীব্র সঙ্কটের মুখোমুখি…
ক্ষুধাকেই বারবার গিলে খেতে চায়!
এমন কথাই কি ছিল পৃথিবী?
প্রতিবার অতিমারি মড়ক জাগাবে!
প্রতিবার? নিত্য নতুন বেশে আসবে ফিরে
অভ্যাসে অভ্যস্ত হতে হতে…
মোচড় দেবে নবান্নের সমীকরণ?
শুধু কিছু পুরনো মন বেঁচে থাকবে
হুতাশনের তাপে-চাপে-ভাপে!
কথা ছিল দেখা হবে…
কথা মতো দেখাও হল…
অচেনায় ভেজা নিস্তব্ধ সময়-
তুমি কি চেয়েছিলে পৃথিবী এমন?
আমি কি চেয়েছিলাম? জানি না,
হয়তো জানা যায় না,
জানতে পারে না কেউই,
কিছু আগ্ৰাসী দৃষ্টি হঠকারিতায়
লুটে নেয় বেঁচে থাকা আশ্বাস।
তবুও জীবন থাকে বেঁচে,
বুকভরা আশা নিয়ে ধুকপুক নিঃশ্বাসে…
সাহসী ডানার ভরে অতিমারি ফিরে আসে।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>