কবিতা

কবিতা- পুরস্কার

পুরস্কার
প্রদীপ শর্ম্মা সরকার

 

 

এক মালসা আগুন নিয়ে কাগজে ছিটিয়ে দিলে–
হ’য়ে উঠলো দ্রোহকাব্য।
এক আকাশ সংবেদনার বারি সিঞ্চন করলে পাথর বুকে,
হ’য়ে উঠলো অনুভূতির স্নেহাধার।
এক থোকা সত্য ছুঁড়ে দিলে নীলিমায়,
হ’য়ে উঠলো অবোধের জ্ঞানাঞ্জন।

একবার সুর মিলিয়ে গলা ছাড়লে সপ্তমে,
জীবন হয়ে উঠলো গীতিময়–
এক করে দিলে দিনরাত– ঘামে,রক্তে আর বীর্যে ;
জন্ম নিলো নাছোড় সূর্য্যবীজ,
একনাগাড়ে পঁয়ষট্টি পেড়িয়ে থামতে গেছিলে–
নীতির প্রতিরোধে বাঁধা পড়ে গেলে।

একলহমার চমক ছিল না কর্মে,
শেষ অধ্যায়ে এসে রূপান্তরিত মর্মর–
একদিন ছবি হবে জেনেও
প্রচারের আলো মাখলে না গায়ে–
একধামা মুড়ি জোগাতে গিয়ে
ফিরে তাকানো হ’ল না হলুদ বসন্তের দিকে–
একেশ্বরবাদী হয়ে বহুত্বের বিশ্বাসে কুড়াল চালালে–
প্রতিবাদী তকমা জুটে গেল–
কালকুঠুরির আমৃত্যু আশ্রয় তো নিশ্চিত হ’ল!

Loading

Leave A Comment

You cannot copy content of this page