কবিতা

কবিতা- অন্তরীণ

অন্তরীণ
-রীণা চ্যাটার্জী

এই বিরাট পৃথিবীর মাঝে কয়েক খন্ড খড়
নিয়ে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল
মনপাখি– অসময়ের কালবৈশাখী ঝড়
এলোমেলো করে দিলো সুখ-বাসা।

বাস্তবতার সীমানা মুছে দিয়ে গেছে শোক!
দিনরাতও বেশ লাগাম ছাড়া, অবসন্ন
ছায়া-আবছায়ায় বেসুরো সুরে– মনপাখির
গলায় একঘেঁয়েমির অলস তান।

অবুঝ কিশোরীর মতো দুই হাঁটুর মাঝে
মুখ গুঁজে গুমরে গুমরে কেঁদে চলে
মনপাখি নিঃশব্দে– নাছোড়বান্দা কান্না,
থামতেই যেন চায় না, অসহ্য…

আর্তনাদের কান্নারা গুমরানো কান্নায়
ঋণ-বকেয়ার হিসেব মেলাতে পারে না
কোনোদিন– মনপাখি অন্তরীণ অ-সুখের
বাসায় কেঁদে চলে অন্তহীন, সাথীহীন।

Loading

One Comment

  • Anonymous

    শূন্যতা ঘেরে মন,এক বিষাদ ঘন অনুরণন।দিদিকে শ্রদ্ধা জানাই।ভালো থাকুন

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page