কবিতা

কবিতা- ওদের কান্না

ওদের কান্না
অজয় বিশ্বাস

পাহাড়ের চোখে জল ঝরছিল আগে থেকেই,
যখন ঘাতক বন্দুকের নল
তাক করেছিল সদ্য বিবাহিত ক্রৌঞ্চের দিকে..

পাহাড়ের কোলে বরফ
বরফের স্নেহে আচ্ছাদিত বৃক্ষ কেঁপে উঠেছিল রোদের চাদর সরিয়ে,
মাটির রোমকূপের মত তৃণসকল শিউরে উঠে বলেছিল-
‘থামাও মৃত্যু খেলা’

আমরা শুনতে পাইনি
কারণ আমরা তো এখন বধির…
বিভেদের আবরণে অন্ধ

তাই দেখতে পাই না
সব রক্তের রঙই যে লাল…

Loading

Leave A Comment

You cannot copy content of this page