হিরণ্য হরিণ পায়ে পঙতির পাখা -অসীম দাস পেয়েছি অক্ষর সুখ ভাবনার রণে বনে জলে জঙ্গলে , কোথায় সাজাবো ? কবিতার প্রচ্ছায়া উঁকি মেরে ভেসে যায় সরযূর জলে । যদি বলো আজীবন ঘুমহীন থেকে যাবো হিরণ্য হরিণ । সুস্বাদু আয়ু জ্বেলে পড়শীর পিদিমের রিমঝিম আলো হতে পারি । অমূল্য এ সংশয়ী নিউরণ দান করে শ্যামাপোকা বোকা […]
Recent Posts
কবিতা- এই উঠোন, এই কুয়োতলা
এই উঠোন, এই কুয়োতলা-সুনির্মল বসু সেদিনের মতো আজও এই উঠোনে প্রতিরাতে এসে পড়ে জ্যোৎসনার রোদ্দুর,তাল বনের মাথার উপর চাঁদ ভেসে যায়, বাতাসে শিউলি ফুল সুগন্ধ ছড়ায়,রাত গভীরে এই উঠোন, এই কুয়োতলা আবহমানকাল ধরে স্মৃতির গল্প বলে, মধ্যরাতে কারা যেন ঝুমকো লতার বনে হাঁটে,বড় দীঘির পাড়ে সুপারি বনের ছায়ায় প্রেমিক প্রেমিকা ফিসফিস কথা বলে,অরণ্য […]
কবিতা- সময়ের ঝড়ে তরতাজা ভালোবাসা
সময়ের ঝড়ে তরতাজা ভালোবাসা -অসীম দাস সব পাওয়াই বাসি হয় একদিন সময়ের ঝড়ে , শুধু ভাগশেষ ভালোবাসার তরতাজা ফুল ফোটে প্রতিটি দিনের অন্দরে । দূরের দিগন্ত বাড়িতে খিল এঁটে ঘুমোলেও শেকড় শয্যার সহবাস সুখ ঘুমের ফাঁক গলে স্বপ্নকান্ডের কাঁধে পরাগের পাল হতে চাইবেই । সরে যাওয়া এবং ফিরে আসার ছুঁই ছুঁই ইচ্ছের মধ্যে যে ফাঁকখনি […]