অণু কবিতা
-
প্রতিধ্বনি
প্রতিধ্বনি
-রাখী সর্দার
তোমার প্রতিধ্বনি’…..
আছড়ে পড়ে বাঙালী মন
ও মননের সুতীব্র দেওয়ালে।মাঝে মধ্যেই ঘুমিয়ে থাকা প্রাণে
ধাক্কা মারে অস্থির ‘বলাকা’।গ্রীষ্মের গনগনে আঁচে পোড়া
বিক্ষিপ্ত হৃদয়ে শান্তির প্রলেপ
লাগায় বিরহী যক্ষ।আজকাল বায়োস্কোপেও তোমার
সৃষ্টির মন্হন বেশ অনুভব করা যায়।পৃথিবী কোনদিন চ্যাপ্টা হয়ে পড়লেও
‘তোমার প্রতিধ্বনি’ছড়িয়ে
পড়বে দিকে দিকে -
প্রেম কথা
প্রেম কথা
-শিবানী গুপ্ত
বলছে সুজন,আয়লো সজনী
নয়ন ভরে তোরে দেখি
ওষ্ঠে এঁকে অনুরাগের পরশখানি
সোহাগে ভরিয়ে রাখিশরমলালিমা সব ঝেড়ে ফেলে
ছুটে আসে ত্বরা সজনী
“ভালবাসি প্রিয়,ভালবাসি বলে
বক্ষলগ্না কামিনীপ্রেমের সায়রে যায় ভেসে দোঁহে
মায়াময় এক অপরূপ মোহে
প্রকৃতি সুন্দরী কান পেতে রাখে
প্রেমের ধুন হৃদয়েতে মাখে -
সংক্ষেপ
সংক্ষেপ
-ছবি মাইতি
ধাপে ধাপে সব কিছু ছোট ছোট বনসাই
স্বল্প পরিসরে অনুসংসার ,
টি টুয়েন্টি ,শর্টকাট রাস্তা ।
সাহিত্যে চাঁদ ডট কম —
স্লিম কবিতা ,অনুগল্প ,উপন্যাসে-
কুলকুচো করে ছায়া চাঁদের
শীৎকার নিধুবন ।
তবু ও
দীর্ঘমেয়াদি চাহিদা —
জীবন যৌবন
স্বল্পতা না-পসন্দ বিগত যৌবন ।
-
তৃষ্ণা
তৃষ্ণা
-আত্রেয়ী নন্দম্লান পলাশ
আর ধূসর আকাশের
খেলার ফাঁকে অলস সূর্য্য
গেয়ে যায় সাঁঝ পাখিদের গান।উপোসী মন
নিয়ত প্রয়াস চালায়
বন্ধ্যা জমিকে উর্বর করার
যদি রাক্ষুসে খিদে কিছু মিটে ।সাঁঝতারা
মিটিমিটি হেসে যায়
তৃষ্ণার্ত পথিক জল দেখে
গনগনে বালুরাশি মরীচিকা ময়। -
নাঙ্গা সমাজ
নাঙ্গা সমাজ
-প্রভাত মণ্ডলতমসার উল্লাসের হয়েছে অস্তরাগ,
নবীন আলোয় ভরেছে আকাশ।
কুহুর মাতোহারা স্বরে শিহরিত
গাঁদা হলদে শাড়ীতে
অভিসারী হয়েছে রাধার মন।
পলাশ শিমূলে লেগেছে রঙের সাজ,
আম্র-মুকুল সুগন্ধী বাতাস,
রঙ-বেরঙে আবিরে বসন্তরাজ
তবু কেন চোখে ভেসে উঠে,
রক্তাক্ত সিরিয়ার বর্বরতার ক্যানভাস।
বারবার ভাসে কেন?
নাঙ্গা সমাজের ধর্ষিতার পোট্রেইটের পরিহাস। -
শুধু তোমাকেই
শুধু তোমাকেই
-সুদীপ্তা মণ্ডল
তোমার আবছায়াতে –
একটা জীবন অতিক্রান্ত করতে পারি।
তোমার প্রতিমূর্তির কাছে-
আমৃত্যু নত জানু হতে পারি।
তোমার চেতনায়,
আমার অবচেতনের বাঙ্ময় করতে পারি।
শুধু তোমাতেই-
আমার স্খলিত জীবন
পুনর্নির্মাণ করতে পারি।
আমার সুপ্ত অন্তর প্রস্ফুটিত করতে পারি।
আমার নিদ্রিত হৃদয়
উন্মোচন করতে পারি।
তোমাতে , শুধু তোমাতেই।
-
স্মৃতি
স্মৃতি
-মহাজিস মণ্ডল
উন্মুখ দুপুর গুলো ডাকে আয়
হলুদ রঙের মতো আল পেরিয়ে
যেখানে ছোট্ট বেলা ঘুরে ঘুরে বেড়ায়স্মৃতির পাতায় আঁকা মেঘ
আঁকা বৃষ্টিদিনের গান
আর সাদা কাগজের এক একটা নৌকা
আজো ভেসে যায় ভেসে যেতে থাকে… -
ক্ষয়
ক্ষয়
-অনিমেষ সরকারএক চিবুক শপথ রেখেছি মায়াজালে;
অন্তরাত্মার আত্মতুষ্টি বিমগ্ন
কলমের কালি থেকে খসে পড়ছে যৌবন!
ধোঁয়ার কার্বনে ক্রাইসিস রুপলেখা,
যারা ধরেছিলো ফেরার পথ
দরজা সব বন্ধ !
অন্ধকার থমথমে শ্বাস প্রশ্বাস!
আয়নার ডেস্টিনেশন আমার সত্ত্বা চায় জানতে;
পথ হারা এত কাছে থাকা সত্ত্বেও দূরত্ব আলোকবর্ষ,
ক্ষয় হয়ে পড়ছে আবরণ;
নিঃস্ব থেকে নিঃস্বতর। -
হেরেছি
হেরেছি
– সুদীপ্তা মন্ডল
হেরেছি আমি-
তাই মায়া-কাজল দিইনা আর।
রুঢ়তার কাছে পরাভূত বারংবার।
হেরেছি তো,তাই স্বপ্নিল-আবেশ নেই আর।নির্লিপ্ততার কাছে পরাজয় করি স্বীকার।মূঢ় আমি-তাই অসারতার কাছেঅবনত হই আজ।মূঢ়তাই তো,তাই নৈরাশ্যের মাঝে,‘আশ্রিত-ছলের’ কাছেআশাহত আমি বারংবার।। -
তার পর থেকে