প্রতিধ্বনি

প্রতিধ্বনি-চিন্ময় মহান্তী   আর সেরকম করে ছবি আঁকা হয়নি কোনোদিনদশটা বছর আগে যেমনটা হয়েছিল ,সেদিন শ্বেত শুভ্র পট ছিল রঙিন রঙ ছিল তুলি ছিলজীবনের পথটা ছিল সমতল সরলরৈখিক ।উজান পথের পথিক হয়ে দৃষ্টি হয়েছে সীমাবদ্ধপিছনের ঢাল টানে বারবার -করে রাখে আবদ্ধ ।ধূসর পটের উপর সে ছবি আঁকা যায় নাপ্রচেষ্টা করাটাও বৃথা আস্ফালন বোই কিছু নয় […]

বন্ধু হয়ে এসো

বন্ধু হয়ে এসো-চিন্ময় মহান্তী   অনুরাধা তুমি সুখী নেইতবুও কত সহজেই দুঃখগুলোকে আড়াল করো–সফেদ মুখের মায়াবী আড়ালে ।মেজাজী উত্তরগুলো তোমার তেমনই রয়েছেযেমনটা ছিল তেরো কি চোদ্দ বছর আগে,সেদিন মেজাজের উপর ভালবাসার প্রলেপ ছিলআজ আছে শুধু গহীন দুঃখের প্রলেপ।তোমার চাহনির মধ্যে কতো আত্মবিশ্বাস ছিল সেদিনআজ সেগুলো সব ফিকে আর ধোঁয়াশা। অনুরাধা তুমি সুখী নেইগোধূলির কনে দেখা […]

পুরুষানুক্রমে

পুরুষানুক্রমে-চিন্ময় মহান্তী     জীবনের চক্রবূহে টালমাটাল হাঁটে নিত্য পদযাত্রীশান্তির নীড় খোঁজে উলুবনে ছড়িয়ে রাখা মুক্তোমাঝে!সহ্যের দিগন্ত হতে শোনা যায় ঘনঘন ভারী নিঃশ্বাস,কাঁধে তখনো জোয়ালের আকল পড়া কালশিটে দাগরূপান্তরিত শোণিত নিবের আগায় ক্রমাগত লিখে চলেপাওয়া আর দেওয়ার অনু পরমাণুর হিসেব নিকেশ ।পাওয়ার ঘর হাতড়ে দেখে বিরাজে মরুর তপ্ততা মাখাপিপাসার্ত পথিকের চাতকের মতো করুণ বারিবেদন,দেওয়ার ঘরে […]

নতুন প্রেমের গল্প

নতুন প্রেমের গল্প-চিন্ময় মহান্তী     ওইখানেতে ছাতিম তলে দুপুর কাটতো ছায়েমাঝিরে তোর ভাটিয়ালী জাগতো নদীর নায়ে।চুপিসারে বসতি সখী এসে আমার বাঁয়েস্বপ্নগুলো ইথারেতে ভাসতো ঢেউয়ে ঢেউয়ে।বল না সেদিন ফিরবে কবে? কোন সে নতুন ভোরেভুঁইচাঁপাটি উঠবে ফুটে নিকানো উঠান দোরে?গুনগুনিয়ে গাইবে অলি নতুন গানের কলিবলবে কোকিল কুহুতানে প্রেমের গল্প বলি।পড়বে কবে পদচিহ্ন এই এখানে বাটেজলকে কবে […]

শেষ আশ্রয়

শেষ আশ্রয়-চিন্ময় মহান্তী     ১ “ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।”–সূর্য প্রণাম সমাপন করিয়া ধুতির কাছাটিকে পুনরায় মজবুত করিয়া একবুক জল হইতে উঠিয়া নৃপেন্দ্র চাটুজ্যে বিন্দুর উদ্দেশ্যে বলিলেন , ” বল কি বলবি ? ” বিন্দু গৃহ হইতে যে ভাবিয়া আসিয়াছিল আজই কত্তাকে জবাব দিয়া আসিবে আর ওমুখো হইবে না তাহার সেই সংকল্প […]

টালখাওয়া বর্তমান

টালখাওয়া বর্তমান-চিন্ময় মহান্তী     অনুরাধা ভালো আছো ?শরতের শিশির গায়ে মেখে যে শিউলি কুঁড়িটা ফুটে উঠেছিল-আজ অস্তিত্বের প্রলেপটুকুও নেই তার দেহে ,আসলে দেহটাই তো তার বিলীন হয়ে গেছে !গাছটা আছে- ফিবছর শিউলিও ফোটে, কিন্তুসেই শিউলিটা আজো আর ফোটেনি,অদ্বিতীয় কিম্বা অদ্বিতীয়া।প্রভাত রবির রক্তিম ঔজ্জ্ব্যল্ল্যে যে অলি চেয়েছিলসে মধুপ আজো অন্বেষণ করে, আপন ভ্রমে।হতাশার ঘোলাজলে অহরহ […]

রক্তজবা

রক্তজবা -চিন্ময় মহান্তী     মেয়েটার নাম জবা। বাবা আদর করে ডাকেন রক্তজবা। যদিও মেয়েটার নামের সঙ্গে গায়ের রঙের কোনো সাযুজ্য নেই, ছিল না, মেয়েটার গায়ের রঙ কালো একেবারে মিশমিশে কালো। কত সম্বন্ধ এলো, গরীব বাপ ভুরিভোজের আয়োজনও করলেন, কিন্তু সবাই পরে খবর দেবো বলে আর খবর দিল না! মেয়েটা বাতায়নে চেয়ে চেয়ে অদৃষ্টকে খুঁজতে […]

হৃদয়ের বন্ধন

হৃদয়ের বন্ধন -চিন্ময় মহান্তী     দশম বর্ষীয় বালক পলাশ কয়েকটি কদলীর কান্ড জোগাড় করিয়া বিচুলি দড়ি দিয়া সারিবদ্ধ করিয়া বাঁধিয়া ভেলা বানাইয়া, রায় পুষ্করিণীর জলে ভাসাইয়া দিয়া এক টুকরা বংশ দন্ড লইয়া বারংবার জলের বক্ষে প্রোথিত করিয়া পুনরায় তুলিয়া লইতে লইতে ক্রীড়া মগ্ন হইয়াছিল। ভেলাটি ক্রমান্বয়ে ঘাট হইতে দূরে সরিয়া যাইতেছিল। পুষ্করিণীর পাড় দিয়া […]

কুমুদিনী হীন দীঘি

কুমুদিনী হীন দীঘি -চিন্ময় মহান্তী     আগোছালো রোদ গায়ে মেখে তুমি যখন স্কুলে যেতে একটা ছেলে আনমনে অপেক্ষা করতো তিন রাস্তার বাঁকে । তুমি যখন ওর সামনাসামনি হতে , ছেলেটা ভাবতো — আজই বলে দেবে , আজই নিবেদন করবে প্রেম প্রস্তাব । কিন্তু না ! কুমুদিনী তুমি চলে যেতে , ছেলেটার আর বলা হয়ে […]

ফিরে পেতে চাই

ফিরে পেতে চাই -চিন্ময় মহান্তী   প্রিয় বন্ধু প্রসেনজিৎ , প্রিয় বললে হয়তো অনেকটাই কম বলা হবে তাই প্রিয় শব্দের সঙ্গে সু যোগ করে বলি সুপ্রিয় বন্ধু। আমি যখন ডায়রি খুলে তোর আর আমার ফেলে আসা দিনগুলোকে স্মৃতির চিলেকোঠা হতে তুলে লিখতে শুরু করলাম তখন অনেক রাত্রি , বাইরে নিম্নচাপের বৃষ্টি অনবরত টিপটিপ করে ঝরে […]