• কবিতা

    চিঠি

    চিঠি
    -পার্থ সারথি

     

     

    নিকষ কালো অন্ধকারের প্যাডে লিখছি চিঠি খানি,
    জোনাকীতে লেখা হোক আমার ব্যথার কাহিনী।
    ব্যঙ্গ আর বিদ্রুপ ছিল নিত্য সঙ্গী আমার-জানো কি?
    জানাতে চাইও না সে অতীত যা কেবল মায়ার ফাঁকি।
    আমার বিনিদ্র রাত রচনা করতো সেদিন দুঃখের একঘেয়ে গদ্য,
    শুনলে তুমি আশ্চর্য হবে- লিখছি যা তা নয় সৃষ্টি সদ্য।
    শিকড় ছড়িয়ে আছে বহুদূর হইতবা পৃথিবীর অতল গভীরে,
    ফুরসৎ হবে কি তোমার চিনতে আমাকে ধীরে অতি ধীরে?
    আলোর সন্ধানে বেড়িয়েছিলাম একদিন ,ছিল আঁধার গহীন–
    বিভ্রান্ত পথিকের মতো খৢঁজেছি পথ -পাইনিতো খুঁজে সেদিন।
    উঠেছিল ঝড় এক দিগ্বিদিকে কালো মেঘে ছেয়ে-ঘন ঘন বজ্রনির্ঘোষ,
    নিজেকেই চিনতে হচ্ছিলো ভূল ;তবু দূর্গমতার সাথে করিনি আপোষ।
    বন্ধুর গিরিখাত কিম্বা——-
    অত্যুঙ্গ শৃঙ্গের মৃত্যু-হাতছানি করেছি উপেক্ষা,
    তবু হার মানিনি কোনোদিন,দিয়েছি হাজারো পরীক্ষা।
    কোনো কষ্টেই হইনিকো ম্লান ,বজায় রেখেছি আত্মসম্মান;
    আজ শুধু জানতে চাই -হে অভিমানিনী !এখনো কি ভোলনি সেই অকারণ অভিমান?

You cannot copy content of this page